(EIIN: 101991, BTEB Code: 39168, School Code: 1102, MPO Code : 6601101302, Center Code: SSC-324,JSC-410 )
  • Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

ফেরদৌসি শিরিন

ফেরদৌসি শিরিন

প্রধান শিক্ষক
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী

কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠিত: ১৯৬০

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞান নয়—এটি character গঠনের, মানবিকতা শেখার, এবং আগামী দিনের নেতৃত্ব তৈরি করার পথ। এই বিশ্বাসকে বুকে ধারণ করে আমরা কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্বপ্নের পরিবেশ গড়ে তোলার নিরলস চেষ্টা করে চলেছি।

আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না—তাদের প্রয়োজন হবে সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ। আমাদের বিদ্যালয় সেই আদর্শেই শিক্ষার্থীদের গড়ে তুলছে।

আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীই একটি সম্ভাবনার বীজ। যত্ন, সাহস, এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তারা একদিন সমাজ, দেশ এবং বিশ্বে আলো ছড়াবে।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আর কখনো হাল ছেড়ো না। কারণ তোমাদের হাতেই ভবিষ্যৎ গড়া। মনে রেখো, শিক্ষা কোনো প্রতিযোগিতা নয়—এটি নিজেকে খুঁজে পাওয়ার একটি যাত্রা। এই যাত্রায় আমরা শিক্ষকরা তোমাদের পাশে আছি, সব সময়।

আসুন, আমরা সবাই মিলে এই বিদ্যালয়কে শুধু একটি শিক্ষার প্রতিষ্ঠান নয়, বরং একটি আলোকিত ভবিষ্যতের কারিগর হিসেবে গড়ে তুলি।

শুভ কামনায়,
ফেরদৌসি শিরিন
প্রধান শিক্ষক
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়